রাজশাহী: দুই বছরের নিষ্পাপ শিশুটি আর বেঁচে নেই। রাজশাহীর তানোরে গভীর নলকূপের খোলা গর্তে পড়ে দুই বছর বয়সী সাজিদের মৃত্যুতে শোকের আবহ নেমেছে পরিবারে।

সাজিদ মারা গেলো এই দায় কার? গর্তখুঁড়ে তা সামান্য টাকার জন্য গর্ত ভরাট করে না। অথচ এই গর্তখুঁড়তে অনেক টাকা দরকার হয়। এটাতে পানি না ওঠায় আরেকটা বোডিং করে।

সেটাতে পানি না উঠলে আরেকটা করে কিন্তু সেগুলো খোলা অবস্থায় রেখে দেয় বাংলার কুসন্তানেরা।

দেখা গেছে, এখনো অনেক গভীর নলকূপ খোলা অবস্থায় রয়েছে।

সাজিদ মারা গেলো আর তার ছোট্ট নিথর দেহ যেন বলছে এই দেশে জন্মগ্রহণ আমার ভুল ছিল! সাজিদ বলছে এরা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না।

৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের শিশুটি বুধবার দুপুরে হঠাৎ করে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪০ ফুট মাটি খনন শেষে শিশুটিকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি।

তবে জনগণ বলছে, সাথে সাথে অনেক গা হেলামি করা হয়েছে, দ্রুত কাজ শুরু করা হয়নি।

মরদেহ ঘরে আনার পর শিশুটির বাবা রাকিব উদ্দীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বিচার চাই। আমার ফুটফুটে একটা সন্তান ছিল… আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। অবহেলাই আমার সন্তানকে কেড়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা এই গভীর নলকূপের গর্ত রেখেছিল, এটা তাদের দায়িত্বহীনতা। তারা চাইলে পাইপের মুখ বন্ধ রাখতে পারত, কোনো নিশানা দিতে পারত। কিছুই করেনি। কেন এমন হবে? আমি তাদের বিচার চাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *