চট্টগ্রাম: মেটিকুলাস ডিজাইনেই চলছে সব। ইউনূস দেশের স্বার্থ দেখবেন না, জনগণের আর্তনাদ শুনবেন না। তিনি কানে কালা, চোখে অন্ধ হয়ে মসনদে বসেছেন শুধু নিজেকে পূর্ণ করতে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মনালের অপারেশন কাজ প্রথমে বাংলাদেশ নেভী করবে।

তারপর যথারীতি তা পেছনে মার্কিন মালিকানাধীন দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছেই হস্তান্তর করা হবে। এমন পরিকল্পনাই চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

করিডোর নিয়ে সারাদেশে সমালোচনার মধ্যেই মার্কিন স্বার্থবাহী প্রতিষ্ঠানের হাতে দেশের লাভজনক একটি বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া দেশের সার্বভৌমত্বের উপর আরেকটি মারাত্মক আঘাত।

প্রতিবাদ হচ্ছে চারদিকে, কিন্তু ঐ যে বললাম কালা হয়ে বসে আছেন আসনে ইউনূস।

উল্লেখযোগ্য যে, ডিপি ওয়ার্ল্ড দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান হলেও তারা মার্কিন নৌবাহিনীর অংশীদার।

‘ডিপি ওয়ার্ল্ড’ বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে থাকে।

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “আমরা নেভিকে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। সেজন্য উনারা নেভির সঙ্গে চুক্তি করছেন।

কালকে সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে অপারেটর নিয়োগ করতে পারবে।”

উপদেষ্টা সুর মিঠা করে বলেন,
“আমাদের সঙ্গে সাইফ পাওয়ারটেক অনেক বছর ধরে কাজ করছিল। তাদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ছয় মাস এক্সটেনশন দিয়েছিলাম।

সেই ছয় মাস আগামী ৬ জুলাই শেষ হচ্ছে। এখন আর এক্সটেনশন দিচ্ছি না, কারণ ওটা ছিল ডিপিএম পদ্ধতিতে। তাই নিজেরা পরিচালনা করতে হবে। পাঁচ মাসের জন্য ওপেন টেন্ডার করাটা সময় সাপেক্ষ।”

বলেন, “সিদ্ধান্ত হয়েছে, বন্দর কর্তৃপক্ষ নিজেরাই এই ছয় মাস পরিচালনা করবে। এখন পোর্টকে অথরাইজ করা হচ্ছে ছয় মাস বা তার বেশি সময় একটা নির্দিষ্ট খরচের মধ্যে পরিচালনা করবে।

বিধি অনুযায়ী তারা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছে এবং বন্দরও চিন্তা করেছে যে আরও কাউকে না দিয়ে এটা আপাতত নেভিকে দেওয়া যেতে পারে। বর্তমানে নেভির অপারেটর আছে, টেকনিক্যাল নোহাউ রয়েছে।”

সবকিছু থাকার পরেও ১৭ বছর পর এই টার্মিনাল কেন এখন বিদেশিদের হাতে তুলে দিতে হবে?

আন্তর্জাতিক মানে পরিচালনার নামে একটি স্বয়ং সম্পূর্ণ লাভজনক বন্দর বিদেশীদের হাতে ছেড়ে দেয়া হচ্ছে। খাল কেটে কুমির আনছেন ইউনূস দেশে। আর ইউনূসকে যে জঙ্গীবাহিনী বসিয়েছে মসনদে তারা অনেক আগে খাল কেটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *