ঢাকা: সংস্কারের নামে করে গদিতে বসেছেন ইউনূস। অথচ কোন সংস্কার না করে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটিয়েছেন নোবেলজয়ী।
বাংলাদেশ দেউলিয়া হওয়ার পথে, বেশিদিন নেই। এবং খুব খারাপ দিকে গতি করছে দেশ।
এর অন্যতম কারণ হচ্ছে আই এম এফ এর কথায় এনবিআর বিলুপ্ত করা।
এনবিআর দেশের অর্থনীতির লাইফলাইন। এই লাইফলাইনকে ইউনুসরা শেষ করে দিয়েছে।
সামনে ভয়ঙ্কর অবস্থা আসছে। জনগণকে সতর্ক হতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাট ডাউন “মার্চ টু এনবিআর ” কর্মসূচির প্রভাব পড়েছে ভোমরা স্থলবন্দরে। সব ফাঁকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ডাকে এদিন, শনিবার (২৮ জুন) থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
এর ফলে ঢাকাসহ সারাদেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ। শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম সচল রাখা হয়েছে।
এদিন সকাল থেকে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হতে শুরু করেন এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীরা।
আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ভ্যাট, ট্যাক্স ও শুল্ক বিভাগের সব দফতরে আজ শনিবার (২৮ জুন) থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা।
তবে ক্ষতি যতই হোক, মুহাম্মদ ইউনূস গদি কোলে করে বসে আছেন।
রবিবারও তাদের এই কর্মসূচি চলবে। তাছাড়াও রবিবার সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচিও পালিত হবে বলে পরিষদ জানিয়েছে।