ঢাকা: দুই দিন আগেও( রাজনৈতিক দল গঠন করার আগে) ইউনূস ধোঁয়া তুলসীপাতা ছিল, এখন স্বার্থে আঘাত লেগেছে আর তিনি খারাপ হয়ে গেলেন, এটাই রাজনীতি!
হাসনাত আব্দুল্লাহ ড. ইউনুসের স্বজনপ্রীতি নিয়ে আজ চাঁদপুরে বক্তব্য দিলেন। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ এবং এত এত ব্যর্থতার পরও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ না করাকে ইউনুস সাহেবের স্বজনপ্রীতি বলেছেন।
এই কিংস পার্টি এনসিপি তো গোপালগঞ্জে গিয়ে হম্বিতম্বি দেখাতে চাইলো, সেনা দিয়ে গুলি করালো ইউনূসের কথায়। এখন আচমকা টোকাইদের মুখে ইউনূসের বদনাম শোনা যাচ্ছে। কোথাও একটু আঁচ লেগেছে নাকি?
নাকি ইউনূসের বদনাম করে নির্বাচনের আগে একটু জনগণের পায়ের কাছে জায়গা পেতে চায় এনসিপি?
কী বললেন হাসনাত? দেখি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির বড় উদহারণ বর্তমানের এই স্বাস্থ্য উপদেষ্টা। তার পদত্যাগ এখন সময়ের দাবি।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। আপনারা তাকে চেনেন? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় এসেছেন।
তার স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা উনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে।
তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ড. ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব?
এই স্বাস্থ্য উপদেষ্টা নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এই স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।’
তা তিনিই যদি কোটায় আসেন তাহলে আন্দোলনের স্বার্থকতা কোথায়? আন্দোলন তো শুরু হয়েছে কোটা না মেধা থেকে? তাই না? তাহলে এতদিন তিনি কোটায় বসে আছেন আর টোকাইরা কৌটায় কেন?