ঢাকা: এনসিপি জঙ্গীর আবার দলের নিয়ম আছে নাকি? এরা জুলাইতে যুদ্ধ করে জুলাই ঘোষণার দিন কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করে! ষড়যন্ত্র করে দেশটাকে খেয়ে ফেললো!
এবার দলের নিয়ম দেখিয়ে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে এনসিপি দলীয় নির্দেশনা না মেনে ডাকসু নির্বাচনে অংশ নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহের আগে দলের অনুমতি না নেয়ায় মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।
অবশ্য এর আগে কোনো কারণ উল্লেখ না করে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিনকে বহিষ্কারের কথা জানায় এনসিপি।
ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এনসিপি মাহিন সরকার।
সোমবার দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা করেন মাহিন সরকার।