ঢাকা: জামাতে কুলাঙ্গারদের কয়টা নাম? একটা তৌহিদি জনতা, আরো একটা এনসিপি আলবদর রাজাকার আল শামস। এই পাকিস্তানী বীজ দের অনেকগুলো নাম। তবে কাজ একটাই, দেশদ্রোহীতা।

প্রিয় মাতৃভূমিকে দেশভক্ত এনসিপি জামাত ইসলাম হেফাজত ইসলাম ধ্বংস করে ফেলেছে।

৫ আগস্ট হয়েছেই ব্যবসার জন্য, দেশ বিক্রির জন্য। নাহিদ ইসলাম, সারজিস, মাহফুজ, হাসনাত এদের চাঁদাবাজি আর দেশদ্রোহীতা ছাড়া আর কিসের যোগ্যতা আছে? এরা করবে দেশ পরিচালনা?

এক একজন সমন্বয়ক কোটি টাকার নিচে কথা বলে না। দুই দিনের টোকাইরা আজ হয়েছে কোটিপতি।

গুলশানে গ্রেফতার হওয়া রিয়াদের কমরেড নাহিদ ইসলাম!?

গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে সমন্বয়ক পরিচয় দেয়া ৫ জন। ১ কোটি টাকা চাঁদার ১০ লাখ আগে নিয়েছে, ফের আনতে গিয়ে পুলিশের হাতে কট।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজি সংগঠিত হয়। রিয়াদের রাজনৈতিক গুরু কে জানেন! নাহিদ ইসলাম।

তার কমরেড নাহিদ ইসলামের সাথে রিয়াদের অনেক ছবি আছে।

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে এরা দেশ চালাবে? যে যুদ্ধে জয় করে মুক্তিযোদ্ধারা স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে এরা মুক্তিযোদ্ধাদের জুতাপেটা করে?

এদের জনগণ এমনিই মেনে নেবে? মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দেয় গোপালগঞ্জে দাঁড়িয়ে? এগুলোকে কী বলবেন বোকামি নাকি স্পর্ধা?

এখন চাঁদাবাজ, ধূর্ত নাহিদ ইসলাম বলছে এনসিপি পাশ করতে পারেনি। আরে পারবে কীভাবে? ধর্মের কল বাতাসে নড়ে!

দল হিসেবে এনসিপি সাংগঠনিকভাবে এক বছরে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এই কথা বলার আগে একশো বার ভাবা উচিৎ ছিলো তার, কেন এই অবস্থা? দেশের মঙ্গলের জন্য এরা কী করেছে?

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে দলের একটি অর্জন হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নির্বাচন হবে। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম।

তিনি বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এবং গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের জায়গা দিতে হলে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এটি আমাদের বড় অর্জন।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ফলাফলকে দুঃখজনক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে- এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যে প্যানেলগুলোকে সমর্থন দিয়েছিলাম, তারা আশানুরূপ ফল করতে পারেনি।

এ কারণে আমরা নিজেরা ভাবছি, এই এক বছরে কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতা কোথায় ছিল।

এ নিয়েই আমাদের মধ্যে আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন হয়েছে। সাংগঠনিকভাবে আমরা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *