গোপালগঞ্জ: উত্তেজনাময় পরিস্থিতি, উস্কানি দিয়েছে সারজিস আলম, টোকাই দল এনসিপি।

সব ছিলো জুলাই পদযাত্রা, আর গোপালগঞ্জের বেলাতেই শুধু ‘মার্চ টু’ ঘোষণা দেয়া হয়েছে। পরিষ্কারভাবেই এটি এনসিপির স্বাভাবিক দেশব্যাপী পদযাত্রার বাইরে একটি ভিন্ন মাত্রা এবং ইচ্ছাকৃত উস্কানি। এর আগের ‘মার্চ টু বত্রিশ নম্বর’ এর ফলাফল আমরা দেখেছি।

সকাল থেকে উত্তপ্ত গোপালগঞ্জ। সময় বাড়ার সাথে সাথে আরো উত্তেজনা বিরাজ করছে।

সেনাবাহিনী টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে, গলায় বুট চাপা দিয়ে ধরেছে। ৭১ আর ২৫ এর পার্থক্য নেই।

গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা হয়।

হামলার ঘটনায় সার্জিস আলমের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না। ‘

তাঁর হুমকি গোণার সময় এখন নেই গোপালগঞ্জবাসীর। গোপালগঞ্জ বঙ্গবন্ধুর প্রশ্নে আপোসহীন ।

৫ হাজার পুলিশ, সেনাবাহিনী নিয়ে তাদের পাহারায় “মুজিববাদ মুুর্দাবাদ” শ্লোগান দিলো কেন?

মুজিববাদ যারা বিশ্বাস করে তাদের উস্কানি দিলো কেন? যদি দিলো তাহলে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী পাহারায় দিলো কেন? এরা সরকারের থেকে এত সুবিধা পাচ্ছে কেন?

সারজিস আলমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।

আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।

সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন।

গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর হয়।

এদিকে, পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। উপায়হীন এনসিপি।

উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে গোপালগঞ্জবাসীর ইমোশনকে উস্কে তাদের উপর একটা হামলা তৈরির চেষ্টা করছে।

ষড়যন্ত্র করে নিজেরাই হামলা করার জন্য লোক নিয়োগ করে রাখছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *