ঢাকা: এনসিপি টোকাই যেখানে যাচ্ছে সেখানেই ধাওয়া খাচ্ছে। জনগণের টাকায় আয়েস, ফূর্তি করছে এই কিংস পার্টি।
রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তায় সব জায়গায় পদযাত্রা শুরু করেছে এনসিপি।জনগণের দল নাকি এনসিপি তাহলে এত ভয় কিসের..?
পুলিশ, যুদ্ধ বাহিনী ছাড়া তো ঘর থেকে পা বের করতে পারে না এনসিপি। জায়গায় জায়গায় অবাঞ্ছিত ঘোষিত হচ্ছে! গোপালগঞ্জে এমন ধাওয়া খেয়েও আবার ঘরে ফিরে সিংহের গর্জন দেখাচ্ছে!
এবার লক্ষ্য খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরা তো আইনশৃঙ্খলা বাহিনী না, চকিদার এরা এনসিপির।
সোমবার বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে এই পদযাত্রা শুরু হবে। পরে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মোতায়েন করা হয়েছে পুলিশের ৬২০ সদস্য। আর্মড পুলিশ ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
জনগণের স্বার্থ চিন্তা করলে জনগণ এত ক্ষেপবে কেন? তাঁদের ভয় কিসের?
জনবিরোধী, দেশবিরোধী কাজ করে এখন অবাঞ্ছিত ঘোষিত হচ্ছে, কয়দিন পর নিষিদ্ধ হবে!