ঢাকা: ক্ষোভ আর ঘৃণায় শোক এখন দমবদ্ধ। মাইলস্টোনে এতবড় ঘটনার ঘটে গেলো, কোথায় এনসিপি? এরা নাকি ছাত্রদের পাশে? সচিবালয়ে ছাত্রদের সমর্থনে তাদের কি দেখা গেছে?
দেখা যাবে না, পরিস্থিতি উতরে গেলে এরা গর্ত থেকে বেরিয়ে শোকপ্রকাশ করতে আসে! যেমন আজকে কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে?
পুলিশ, সেনা ছাড়া এখন এরা এক পা বাইরে দিতে পারে না। জনগণের দলের জনগণকে এত ভয় কেন?
প্রশিক্ষণ বিমান ক্রাশে অগ্নিদগ্ধ-বিধ্বস্ত শিক্ষাঙ্গণের হতাহত শিশুদের পোড়াগন্ধের মাতমে প্রেসব্রিফিং করে আইন উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা কোথায়?
হাসপাতালে ৬ জন উপদেষ্টা, নেই স্বাস্থ্য উপদেষ্টা।
গভীর রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন তথ্য আর ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশ যেন রঙ্গশালায় পরিণত হয়েছে।
এনসিপি টোকাই দলেরা গোপালগঞ্জ যাওয়ার আগে পোস্টে যা বললো টু মার্চ গোপালগঞ্জ। গোপালগঞ্জে তারা একটা হট্টগোল করতে যাচ্ছে এটা পরিষ্কার ছিলো।
অথচ মাইলস্টোনে, সচিবালয়ে এই টোকাইর দেখা নেই। মায়াকান্না করতে গিয়ে আসিফ নজরুল আটকা পড়ে ভালোভাবে।
৫ ই আগস্ট এর পর থেকে তারা একের পর এক মানুষ হত্যা করেই যাচ্ছে এটাই তাদের রাজনীতি।
এনসিপি টোকাই গুলা নিজেদেরকে কি মনে করে?
প্রতিদিন হানাহানি, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, লুটপাট ধর্ষণ, খুন খারাপি জ্বালাও পোড়াও এগুলো ছাড়া আর কি দিতে পারছে।
তারা মনে করে সারা বাংলাদেশ এদের পক্ষে, শুধু গোপালগঞ্জ বাকি আছে। অথচ জেলায় জেলায় এরা অবাঞ্ছিত হচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে ধাওয়া খাচ্ছে।
এরপর হাসনাত আব্দুল্লাহ এর মুখের ভাষা যে জঘন্য নিজেরে মহান নেতা মনে করে, দেশের জন্য কোন কিছু না করে নিজেকে মহান নেতা ভাবে।
যারা মহান নেতা ছিলেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে।
চলুন দেখি কী করতে যাচ্ছে এরা?
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করতে যাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর ও কুমিল্লা জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
ফেসবুকে আলাদা ভিডিও বার্তায় চাঁদপুরে শোক মিছিলেন কথা জানায় এনসিপির দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
এদিকে, ফেসবুকে এক ভিডিও বার্তায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘মাইলস্টোনে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এতে দেশবাসী এবং আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। ছোট ছোট নিষ্পাপ ভাই-বোনদের হারিয়েছি। যে পরিবার সন্তান কিংবা স্বজন হারিয়েছে তাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের জানা নেই।
যারা এখন বিভিন্ন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদেরও সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই। তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই দোয়া করি। এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই।
আগামীকাল এনসিপি চাঁদপুরে থাকবে। সেখানে বেলা ১১টায় আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে শোক মিছিল বের করবো। আর বাসস্ট্যান্ডে সবার উদ্দেশে কথা বলবো।’