ঢাকা: সন্ত্রাসী এনসিপি সংবিধান বিরোধী। এরা জুলাই ঘটিয়েছেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য।
বঙ্গবন্ধুর, মুক্তিকামী জনতার বাংলায় দাঁড়িয়ে এই অকৃতজ্ঞ জেহাদিরা মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান তোলে! এদের থেকে আর কী আশা করেন?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তথা জঙ্গী জেহাদি দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল।
‘যে সংবিধান আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি’।
সেই জঙ্গীর দল নিয়ে কী বললেন আব্দুন নূর তুষার?
জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) সংবিধান বাতিল করতে চায় এবং গণপরিষদ তৈরি করে নতুন সংবিধান লিখতে চায় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার।
সম্প্রতি এক টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
এনসিপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে আব্দুন নূর তুষার বলেন, সংবিধান ফেলে দিলেও স্বাধীনতার ঘোষণাপত্রটা তারা ফেলবেন না এবং ওই সংবিধানে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়গুলি তারা ফেলবেন না-এই প্রতিশ্রুতি তারা দিতে পারবে?
তিনি বলেন, তারা যে দাবি করেছেন সে দাবির মধ্যে পরিষ্কার তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন। তারা বলেছেন এই সংবিধান বাতিল করতে হবে এবং গণপরিষদ তৈরি করে নতুন সংবিধান লিখতে হবে।
সংবিধান সংশোধনের জন্য কোন গণপরিষদ দরকার হয় না। সংবিধান সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি করতে গেলে গণপরিষদ লাগবে। তারা গণপরিষদ চেয়েছেন।
এবং তারা নতুন সংবিধান লিখবেন বলেছেন।
তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্র সেটা যদি ওখানে অ্যাড হয় তাহলে আমরা সেখানেও তো মুক্তিযুদ্ধের কথা চাইবো এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা চাই। এটা কেউ কারো বিপরীতের জন্য না।
আমরা তাদের এই প্রতিশ্রুতির ভিত্তিতে এই জিনিসটা এখানে দেখতে চাই। কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে ছাত্র-জনতার দাবি, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা, ছাত্র-জনতার বিষয় তরুণদের আকাঙ্ক্ষা এই কথাগুলি বারবার বলা হয়েছে।
তাহলে আমরা সেই তরুণদের আকাঙ্ক্ষাগুলো বিবেচনায় নিয়েই তো এই ঘোষণাপত্রকে আমরা বিবেচনা করব এবং সেখানে যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে তরুণদের আকাঙ্ক্ষা হচ্ছে- আগের সংবিধান ফেলে দিতে হবে।