ঢাকা: এনসিপি নামক টোকাই জঙ্গীদের খেলা শেষ, এখন মাঠে নেমেছে সাফাই দিতে!
কোটার নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে জুলাই আগস্ট ঘটানো হয়েছে।
এতে সবার স্বার্থই কম বেশি হাসিল হলো, মাঝখানে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জীবনগুলো জঙ্গি রাজাকারদের ষড়যন্ত্রে গেল!
আর এখন এই ছাত্রদের নিয়ে আবার খেলতে চাইছে জঙ্গী এনসিপি। কারণ শিক্ষার্থী, নারী এই টপিকগুলো বরাবর খুব সেনসিটিভ। একটু বললেই মন পাওয়া যায়।
ছাত্র আন্দোলনে জঙ্গীরা ঢুকে দেশ ধ্বংস করলো কীভাবে? ছাত্ররা বুঝি ৩২ নম্বর পুড়িয়েছে? ছাত্ররা সাড়ে ৬ কোটির লেনদেন করেছে? ছাত্ররা মব করছে?
এইসব কথায় এখন আর চিড়া ভিজবে না।
জঙ্গী হান্নান বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের কথায় হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করে।
সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অভিযোগ করেন।
হান্নান মাসউদ বলেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে। আমলাদের ওপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়।
অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা।
দাবি করেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে। এসময় শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
আবার উস্কে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে এই জঙ্গী কুলাঙ্গাররা।