ঢাকা: চাঁদাবাজ, জঙ্গী সংগঠন এনসিপি ছেড়ে দিলেন নীলা ইসরাফিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক রিজেক্ট (ছিন্ন) করার ঘোষণা করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল।
এই দলে অপরাধীর বিচার হয় না বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তাঁর এনসিপি ত্যাগের বিষয়টি জানান।
ফেসবুক নীলা ইস্রাফিল লেখেন, “আমি একাধারে অন্যায়ের শিকার হয়েও লড়ে যাওয়া মানুষ, আবার এনসিপির একজন নেত্রী তবু আমি কেন ন্যায় পাচ্ছি না?
আমি, নীলা ইসরাফিল, দীর্ঘদিন ধরে এনসিপির সঙ্গে যুক্ত থেকে একজন নারী নেত্রী হিসেবে দেশের জন্য, দলের জন্য কাজ করে যাচ্ছি।
অথচ একজন নারী হয়েও, একজন অন্যায়ের শিকার হয়েও লড়ে যাওয়া মানুষ হয়েও, একজন (সক্রিয় রাজনৈতিক সদস্য) হয়েও আমি আজ অবহেলিত, উপেক্ষিত, বিচারের বাইরে।
আমার প্রতি যিনি সহিংসতা করেছেন, ব্যক্তিগত ও সামাজিকভাবে যিনি আমাকে অপমান ও নির্যাতনের মধ্যে ফেলেছেন সেই তুষারকে এনসিপি থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, এ সত্য আমি জানি এবং দেশবাসীও দেখেছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যাকে সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিকভাবে স্থগিত করা হয়েছে, সে কীভাবে এখনো দলীয় পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে?
অন্যদিকে, আমি, যিনি এই ঘটনার সরাসরি অন্যায়ের শিকার হয়েও লড়ে যাচ্ছি, যিনি নৈতিকভাবে দলের একজন প্রতিনিধিত্বশীল নারী, আমাকে কোনও কমিটি, কোনও মিটিং, কোনও কার্যক্রমে যুক্ত হতে দেওয়া হয়নি।
আমার কণ্ঠকে নিস্তব্ধ করে রাখা হয়েছে, যেন আমি অপরাধী, আর অপরাধী যেন নেতা এটা কি একটি দলের নৈতিক অবস্থান হতে পারে?
এটা কি এই সমাজে একজন নারীর প্রকৃত অবস্থানকে তুলে ধরে না? আজ আমি শুধু এনসিপির কাছে নয়, সারাদেশের মানুষের কাছে জবাব চাই।
কেন একজন নির্যাতিত নারীকে ন্যায়ের বাইরে রাখা হবে, আর একজন অভিযুক্ত নির্বিঘ্নে মঞ্চে উঠবে?
আমি চাই, অবিলম্বে এনসিপির উচ্চপর্যায় এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিক এবং সাংগঠনিকভাবে স্বচ্ছ অবস্থান গ্রহণ করুক।
এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি প্রতিবাদী নারীর, প্রতিটি রাজনৈতিক কর্মীর, প্রতিটি নির্যাতনের মুখে দাঁড়িয়ে থাকা মানুষের লড়াই।
ন্যায় না দিলে প্রশ্ন তুলব দল কী তবে অপরাধীর পক্ষে”?