ঢাকা: প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো নতুন দলই নিবন্ধন আবেদনে উত্তীর্ণ হতে পারেনি। সবটায় কোনো না কোনো ত্রুটি পাওয়া গেছে।
শর্ত পূরণ করতে না পারলে ১৫ দিন পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। ইসি জানায়, “কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্তপূরণের জন্য সময় দিয়েছি।
এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এ সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আবেদন বাতিল হবে।”
১৪৪টি দল ১৪৭টি আবেদন করেছে। তবে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দলগুলো।