ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি নেই নোটে। তিনি ব্রাত্য। বাজারে ছাড়ার আগে তিনটি নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোটের নকশার ছবি প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুন থেকে বাজারে নতুন নোটগুলো ছাড়া হবে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, নতুন নোটের সাথে বর্তমানে বাজারে যে ২০, ৫০ ও ১০০০ টাকার যেসব নোট চলছে তা আগের মতোই চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের নোটগুলোতে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে।