ঢাকা: নীলা ইসরাফিল, এনসিপির বিতর্কিত একটি নাম। যদিও এবার টোকাইদের বিরুদ্ধে ক্ষেপেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল।
সরাসরি আক্রমণ করলেন দলটির উপদেষ্টা মাহফুজ ও নেতা তুষারকে। তিনি বলেছেন, “রাজনীতি এখন কারা করে—চক্রান্তকারীরা, না পাগলরা?”
মাহফুজ হচ্ছেন জুলাই ষড়যন্ত্রের, জঙ্গী উত্থানের মূল কাণ্ডারি। যাকে আন্দোলনে খুব দেখা যায়নি। পেছনে থেকে জঙ্গীবাদী পরামর্শ দিয়ে গেছেন। আর তুষারের সাথে নীলার আদায় কাঁচকলায় সম্পর্ক।
তুষার নীলাকে সিডিউস করতে চেয়েছে এবং অত্যন্ত ষড়যন্ত্রমূলক ব্যবহার করেছে।
ফলে নীলা এখন সব তথ্য ফাঁস করে দিচ্ছেন।
বুধবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিস্ফোরক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, “মাহফুজ যখন একটি গণ-অভ্যুত্থানকে ‘মেটিকুলাস ডিজাইন’ বলে আখ্যা দেন, তখন সেটা শুধুই একটি আন্দোলনের অপমান নয়, পুরো রাষ্ট্রকেই প্রশ্নবিদ্ধ করা।”
আসলে এই জঙ্গীরা সবাই এক এক করে সত্যটা স্বীকার করে দিচ্ছেন নিজেদের অজান্তেই। যা আওয়ামী লীগের পথ আরো প্রশস্ত করছে।
তিনি আরও লেখেন, “আর তুষার, একইরকম ‘মেটিকুলাস ডিজাইন’-এ আমাকে টার্গেট করতে গিয়ে পুরো এনসিপিকে ধ্বং’সের মুখে ঠেলে দিচ্ছে।
দেশের চেয়ে এখন ডিজাইনটাই বড় হয়ে গেছে। আন্দোলনের স্পিরিটটা গেছে, এখন শুধু প্যাকেজিং আর ড্যামেজ কন্ট্রোল।”
নিজের তীব্র হতাশা প্রকাশ করে নীলা বলেন, “কনগ্র্যাচুলেশনস, পলিটিক্স ইজ নাউ অ্যা ডিজাইনার্স প্লে-গ্রাউন্ড। আন্দোলন এখন আর আন্দোলন নয়, এটা পলিটিক্যাল কোরিওগ্রাফি, যেখানে কুশপুতুলরা নাচে আর চক্রান্তকারীরা করতালি দেয়। মেটিকুলাস, ইনডিড।”
সাম্প্রতিক মাসগুলোতে এনসিপিকে ঘিরে একের পর এক অভ্যন্তরীণ বিরোধ ও ‘স্ট্র্যাটেজিক ডিজাইন’-এর অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে নীলা ইসরাফিলের এমন প্রকাশ্য ক্ষোভ নতুন করে প্রশ্ন তুলেছে এনসিপির ভবিষ্যৎ ও অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে।
এনসিপি মানেই চাঁদাবাজ, জঙ্গী, খুনী। যা মাহফুজ থেকে শুরু করে সবাই স্বীকার করছেন।