পিরোজপুর: পিরোজপুর এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এই ঘটনাগুলোতে উদ্বেগ বাড়ছে।

এতে বহু মানুষ আহত হচ্ছে এমনকি প্রাণও হারাচ্ছে অনেকে।

তবে আশ্চর্যজনক হচ্ছে , এত দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না!

সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

পিরোজপুর শহরের বাইপাস আলমকাঠি ব্রিজের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে।

দ্রুতগতির একটি বাস আর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং অন্তত প্রায় ৬ জন গুরুতর আহত হন।

বাসটি দ্রুতগতিতে চলছিলো। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তখনই বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় অটোর সামনের দিকটা পুরো দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের মধ্যে আছেন দুজন অটোর যাত্রী, একজন চালক।

বাইপাস রোডের সংস্কার হচ্ছে না। অথচ সংস্কারের লোভ দেখিয়ে বসেছেন ইউনূস। প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *