ঢাকা: একে একে চলে যাচ্ছে মুক্তচিন্তার মানুষগুলো। যাঁরা যুক্তি, সাহস ও মানবিকতার দীপ্তিতে আমাদের মানসজগৎ আলোকিত করেছিলেন, তাঁরা আজ একে একে পেরিয়ে যাচ্ছেন সময়ের সীমানা।

তবে পরপারে চলে না গেলেও, যারা বেঁচে আছেন তাঁদের আর কোনো সম্মান দেয়া হয় না এই দেশে এখন। এই পোড়ার দেশে হীরার মূল্য নেই।

গুণী মানুষের সারিতে যুক্ত হলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক — সৈয়দ মনজুরুল ইসলাম। মারা গিয়েছেন তিনি।

তিনি ছিলেন বুদ্ধিবৃত্তিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর লেখনীতে একসাথে মিশে ছিল ভাষার সৌন্দর্য, সমাজের সত্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যসমালোচক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোকস্তব্ধ মুক্ত চিন্তার মানুষগুলো।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ শনিবার বেলা ১১টায় তাঁর দেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সৈয়দ মসজুরুল ইসলামের প্রতি সব শ্রেণির মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *