ঢাকা: নুরকে মেরেছে টোকাই এনসিপি’র সম্মিলিত সিদ্ধান্তে।আমেরিকান এম্বেসি সব কিছুর পেছনে আছে। এনসিপির এক অংশ এখন মায়া কান্না কাঁদছে। সেনাবাহিনী হয়েছে আমেরিকার পুতুল।
সুদের মহাজন দেশ পরিচালনায় অযোগ্য! তিনি মনে করছেন গ্রামীন ব্যাংক আর দেশ পরিচালনা একই জিনিস!
জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকার পরিষদের মব। এরপর যা হলো তা ভয়াবহ! মব নিয়ন্ত্রণে অ্যাকশনে সেনাবাহিনী। ভিপি নূরের পাঞ্জাবি পুরো রক্তাক্ত। পুলিশ সেনাবাহিনী মিলে পেটাতে থাকে নূরকে।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে বলে জানা গিয়েছে।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে জানানো হয়েছে, নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। পাঞ্জাবি রক্তে রক্ত।