ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একজন বীর মুক্তিযোদ্ধা।

উনি একাত্তরের রণাঙ্গনে ৯ নং সেক্টরের একজন সাব-সেক্টর কমান্ডার ছিলেন। সবার কাছে পরিচিত ছিলেন ক্যাপ্টেন হুদা নামে।

যুদ্ধে তিনি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন এই মান্য ব্যক্তি।

তাঁকেই কিনা আজ মবের শিকার হতে হলো।

মব করে ধরিয়ে দেওয়া হলো এবং মববাহিনী পুলিশের সামনে তাঁকে জুতাপেটা করেছে এবং গলায় জুতার মালা দিয়েছে।

ধিক্কার এই মবতন্ত্রকে।

সকল মবের নেতৃত্বে বিএনপি।তারেক জিয়ার প্রত্যক্ষ নেতৃত্বে মবতন্ত্র চলছে।

এবং দেশে লোকদেখানো কাজ খুব ভালো চলছে। জনগণের দৃষ্টি আকর্ষণ করার কাজ।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। যারা সবাই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বলে পুলিশের ভাষ্য।

মঙ্গলবার দুপুরে বিএনপির সহযোগী সংগঠনটির এসব নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা করার তথ্য দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে জানিয়ে বলেন, ছয়জনের নাম ছাড়াও নাম না দিয়ে আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এবং জামিনের বিষয়ে শুনানির জন্য বুধবার ধার্য করা হয়েছে।

আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান এই তথ্য জানান।

সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে।

তবে এই সবই হচ্ছে লোকদেখানো। কারণ এখন বাংলাদেশ চলছে মবতন্ত্রের উপর।

বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসে অভ্যস্ত। তাদের ইতিহাস কথা বলে।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এদেশে জঙ্গিবাদ, জিএমবি, হিজবুত তাহেরি, আনছারউল্লা বাংলাটিমের উত্থান ঘটেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *