ঢাকা: অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।বিদেশ যাওয়ার সময় রবিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া।রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

“মুজিব” বায়োপিকে নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। একজন অভিনয় শিল্পীর জন্য এটা স্বাভাবিক ব্যাপার। এটা তো অপরাধ নয়।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ষড়যন্ত্রমূলক। নুসরাত ফারিয়ার মতো শিল্পীদের হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে।

বলা হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক।

সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয়। এবং এক ঘন্টা পর তাঁকে এজলাসে নেওয়া হয়।

আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। এই বিষয়ে শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

নুসরাতের এই ঘটনার পর প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় শেখ মুজিবের মেয়ে নুসরাত ফারিয়া গ্রেফতার হলেও বৌ তিশা কেন গ্রেপ্তার হবে না?

ফারুকীর বৌ তিশাও মুজিব সিনেমায় অভিনয় করেছিল তাঁকে কখন গ্রেফতার করা হবে ? প্রশ্ন করছে আমজনতা।তাঁরা বলছেন , তাহলে কি বুঝে নেবো যেই দলই ক্ষমতায় যাবে এটাই তাদের কেনা দল?

প্রসঙ্গত, বাংলাদেশে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ। গত ১০ মে বাংলাদেশে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের একটি বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে। হাসিনা সরকারের পতনের পর, সেদেশে টানা অশান্তি চলেছে। সেই সঙ্গে চলেছে হিন্দু নিধন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *