চট্টগ্রাম: করোনা ভাইরাস ধীর গতিতে চলমান রয়েছে বাংলাদেশে। যদিও এর বিরুদ্ধে লড়াই করার অভ্যাস বাংলাদেশের জনগণের হয়ে গিয়েছে।
তথ্য বলছে, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির নাম জয়নাল আবেদীন সিদ্দিক , তাঁর বয়স ৫০, বাড়ি চন্দনাইশে।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিন দিন আগে। সেখানেই তিনি মারা যান।
তবে শুধু করোনা নয়, তাঁর ডায়াবেটিস ও নিউমোনিয়া ছিলো।
শরীরে আগের কোনো রোগ থাকা অবস্থায় করোনা হলে তখন পরিস্থিতি একটু জটিল হয়।
এই ব্যক্তিকে নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেলেন আটজন।