চাঁপাইনবাবগঞ্জ: মাত্র ১৫৫ টাকার জন্য বাক বিতর্ক, শেষে হত্যা! এমন ঘটনা আজকাল অহরহ ঘটছে। চাঁপাইনবাবঞ্জে ১৫৫ পাওনা টাকা চাওয়া নিয়ে বাক-বিতন্ডার জেরে রমজান আলী (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করে নুর। হত্যার দায়ে নুর আমিন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হলো এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার, ১৮ মে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল ওদুদ বলেছেন, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমাজনের বাড়ির কাছেই একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন নুর আমিন। এসময় রমাজন তাকে ডেকে দোকানের বাকি একশত পঞ্চান্ন টাকা পরিশোধ করার কথা বলেন।

টাকা পরিশোধের কথায় ধীরে ধীরে তর্ক বিতর্ক বাড়তে থাকে এবং হিতাহিত জ্ঞান হারিয়ে নুর আমিন দোকানের রুটি বেলার কাঠের বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করেন। তাঁকে সে অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার পর রাত সোয়া ১০টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *