গোপালগঞ্জ: গোপালগঞ্জে সরকারের নির্দেশে সাধারণ মানুষকে গুলি করে হত‍্যা করলো সরকারী বাহিনী, ১৫ লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে; জনজীবন বিপর্যস্ত করলো।

জনগণকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না।

এখন আবার তারাই গণহারে গ্রেফতার করাচ্ছে। সেই নাশকতাকারীর নামে মামলা নয় কেন যারা নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে মায়ের কোল খালি করলো?

যারা সাধারণের উপর গুলি চালালো, ময়নাতদন্ত ছাড়াই লাশ গুম করলো তাঁরা এখনো আইনের আওতায় নয় কেন? নাকি তারা সরকারের বলে সব অপরাধ মাফ?

তবে কক্সবাজারে গুলি করা ছাড়াই সেনাবাহিনী এনসিপিকে উদ্ধার করতে পেরেছে তবে গোপালগঞ্জে পাঁচ জনকে হত্যা করতে হয়েছে। সেনাবাহিনীর উপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। এরা মানুষখেকো জামাতি।

এই সংখ্যাটা আরো বেশি।

ঝামেলা তিন দিন আগে শেষ হয়ে গেলেও তিন দিন ধরেই কার্ফিউ, প্রায় ৩০০০ জন গোপালগঞ্জবাসীকে দেওয়া হয়েছে মামলা, এর বেশিই সংখ্যাটা, ২০০ এর বেশি গ্রেফতার ও বাড়ি বাড়ি গিয়ে পুরুষ খোঁজা হচ্ছে।

৭১ এর সাথে মিল‌ রেখে কাজ হচ্ছে।পুরুষশূন্য করার ফন্দি করা হচ্ছে গোপালগঞ্জকে!

শুধুমাত্র শেখ মুজিবের জন্মভূমি ও কবর হওয়ার কারণে গোপালগঞ্জের উপর এত রাগ? তিনদিন কারফিউ এবং ৩০০০ মানুষের নামে মামলা? রাজাকার, একাত্তরের পরাজিত শক্তি ৫ আগস্টের পর এইভাবেই জেগে উঠেছে।

গোপালগঞ্জকে কার্যত অচল করে রেখে দেয়া হয়েছে। রাস্তা থেকে বাচ্চা কোলে দুধ কিনতে যাওয়া ইলেকট্রিক মিস্ত্রিকে পর্যন্ত আটক করা হচ্ছে! কী দোষ এদের?

৭০ বছরের বৃদ্ধ, হাইস্কুলের পোলাপানদেরও আটক করা হচ্ছে।

পুলিশ-আর্মি-বিজিবি থেকে শুরু করে কোস্টগার্ড আর নেভি পর্যন্ত এনে রাখা হয়েছে। এমন দেখানো হচ্ছে যেন গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে কোনো দেশ!

হামলা-সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে তিন হাজারের বেশি মানুষকে।

এসব মামলার আসামির তালিকায় আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মীসহ ৩৫৮ জনের নাম রয়েছে। ‘অজ্ঞাত’ আসামি ২৬৫০ জন। এসব মামলায় ২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যা ইচ্ছা তাই করছে, সরকার তাদের, ক্ষমতা তাদের, অপব্যবহার তাদের।

সবগুলো মামলাই করেছে পুলিশ। পুলিশ এখন জামাতিতে ভরে গেছে।

সবশেষ মামলাটি হয় শুক্রবার রাতে; গোপালগঞ্জ সদর থানায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, মারামারি ও গাড়ি পোড়ানোর অভিযোগে এসআই শামীম আল-মামুন এ মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের ৪০৪ নেতাকর্মীকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *