ঢাকা: হয়তো বিমানে ত্রুটি নয়তো অন্য কোনো কারণে বিমানের যাত্রীদের প্রতিদিন কোনো না কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এবার যাত্রীর ব্যাগে খাবার পচে দুর্গন্ধ ছড়ায়, ফলে ফ্লাইটের অনুমতি পেতে প্রায় চার ঘণ্টা দেরি হয়েছে।
ইতালির রোমে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রীর ব্যাগ থেকে কাঁচা মাছ-মাংসের তরল বের হয়ে দুর্গন্ধ ছড়ানোর ঘটনায় ফিরতি ফ্লাইটের অনুমতি পেতে দেরি হয়।
এই ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তাজনিত তৎপরতা দেখা দেয়। এমন অস্বস্তিকর ঘটনায় যাত্রীরাও বিড়ম্বনায় পড়ে যান।
মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকালে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে এই অস্বস্তিকর ঘটনাটি ঘটে।
বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ বেল্টে পচনশীল খাবার থেকে তরল ছড়িয়ে পড়ে দুর্গন্ধ বেরোতে থাকে।
এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের অন্য ফ্লাইটের যাত্রীরাও। নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানানো হয়।
দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশি যাত্রীদের ব্যাগগুলো তল্লাশি শুরু করে এবং বেশ কিছু পচনশীল খাদ্যসামগ্রী জব্দ করে।
এই ঘটনায় প্রশ্ন উত্থাপিত হচ্ছে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বিধি অনুযায়ী, পচনশীল খাদ্যপণ্য পরিবহনে কড়াকড়ি রয়েছে। এসব পণ্য সঠিক নিয়মে বহন না করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তা বাজেয়াপ্ত করতে পারে।
তবে কীভাবে এই খাদ্যপণ্য ঢাকার বিমানবন্দর থেকে ছাড়পত্র পেল?