ঢাকা: শেখ হাসিনার সময় বাংলাদেশ মানুষের বাসযোগ্য ছিলো। বিগত এক বছরে দেশ নরক বানিয়ে ফেলেছেন ইউনূস। জামাত শিবির প্রকাশ্যে নিজেদের শরীর দেখাচ্ছে, নিজেদেরকে সামনে নিয়ে এসেছে। জঙ্গীবাদ ফলাচ্ছে। এর সব কিছুর মূলে অধ্যাপক ইউনূস।

বিগত ১৬ বছর বাংলাদেশের জনগণ ভালো ছিলো, কারণ বাংলাদেশে বিরাজমান ছিলো শান্তি ও সমৃদ্ধির সুশাসন। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষকে জিম্মি থাকতে হয়নি।

কলকারখানা বন্ধ হয়নি বরং বেড়েছে, ফলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং জীবনমানের আরও উন্নতি হয়েছে।

আইন জিম্মি হয়েছে আজ। না মানুষ খুনের বিচার, না বিএনপি-জামায়াত আর এনসিপির সন্ত্রাসীদের মুক্ত চাঁদাবাজির বিচার হচ্ছে।

খোদ ইউনূসই তার ৮ উপদেষ্টা মন্ডলী সহ দুর্নীতি করে দেশটাকে লুটেপুটে খাচ্ছে। কার কাছে বিচার দেবে জনতা?

বাংলাদেশ আজ মব–রাজ্যে পরিণত হয়েছে!

অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে গণপিটুনির নামে হত্যা!

এটাই আজকের বাংলাদেশ! অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে মব ভায়োলেন্স, আইন নিজের হাতে তুলে নিচ্ছে অসভ্য মব। নিরীহ মানুষ হত্যার মহোৎসব চলছে, অথচ রাষ্ট্র নীরব দর্শক হয়ে আছে।

যে দেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়, সাংবাদিক–অধ্যাপক পেটানো হয়, সেখানে খেটে খাওয়া সাধারণ মানুষও রক্ষা পাবে কেন?

এই মব–রাজনীতি আসলে ইউনুস সরকারের ইন্ধনে তৈরি অরাজকতা, যার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

বাংলাদেশকে মব–রাজ্যে পরিণত করা এই অবৈধ সরকারের একমাত্র অর্জন!

জনগণ বলছে, আমাদের আওয়ামী লীগ সরকার চাই।

বাংলাদেশ আওয়ামী লীগের উপর কখনই মানুষের অসন্তোষ জন্মায়নি, বরং বর্তমান স্বৈরাচারী শাসনব্যবস্থায় জনমানুষের তিক্ততা মানুষের জবানিতে প্রকাশ পাচ্ছে।

স্বৈরাচার ইউনূস ও তার মব সন্ত্রাসীরা যেভাবে দেশকে অস্থিতিশীল ও দেশের মানুষের নিরাপত্তা বিলীন করেছে, তা নজিরবিহীন। বর্তমানে দেশের জনগণের আস্থার জায়গা এক মাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *