ঢাকা: নির্বাচন নিয়ে হাজার কথা, তথ্য ছড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। টোকাই দল এনসিপি তো রীতিমতো গর্জন শুরু করেছে। বিএনপি ক্ষমতা পাওয়ার আগেই ক্ষমতার প্রয়োগ করা শুরু করেছে।
এত হাজার ঘটনার মধ্য, ৫ আগস্টের ষড়যন্ত্র, গোপালগঞ্জের গণহত্যা, মাআলস্টোনে লাশ গুম, পাথর দিয়ে মানুষ হত্যা, আওয়ামী লীগ নিষিদ্ধ এত কিছুর পর জনগণ হতাশায় ভুগছে!
বিচার নেই, আইন নেই, বিচারের হাতে হাতকড়া পরিয়েছে ইউনূস সরকার। এইসব স্বাভাবিকভাবেই হতাশার জন্ম দিয়েছে জনগণের মনে।
তবে নির্বাচন কমিশন আসল কথা না বলে ভিন্ন কথা বলছে।
নির্বাচন ঘিরে ভুয়া তথ্য ও এআইয়ের অপব্যবহার রোধের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই কমিশনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সুষ্ঠু নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে জানিয়ে সিইসি বলেন, “সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ তো বহুবিধ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, মানুষের আস্থা। নির্বাচন কমিশন সম্পর্কে, নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি।”
আস্থা অর্জন করতে হয় কাজ দিয়ে, মব দিয়ে নয়, নারী ধর্ষণ করে নয়। সেই কাজ দেখাতে পারছে এই সরকার?
জনগণের আস্থা থাকবে কীভাবে?
জনগণ এখন বলতে শুরু করেছে ‘আমরা আগে ভালো ছিলাম, আওয়ামী লীগ না হলে আমরা ভোট দেবো না’! তাহলে ভাবুন মানুষের আস্থার জায়গাটা কোথায়?
সিইসি আরও বলেন, “দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে, ভোটারদের কেন্দ্রমুখী করা। ভোট দিতে না পেরে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। তাই তাদের ভোটকেন্দ্রমুখী করাও বড় চ্যালেঞ্জ।”