ময়মনসিংহ: কঠিন বাস্তব বুঝি একেই বলে। পর্দায় দাপিয়ে বেড়ানো মানুষটি আজ বড় অসহায় অবস্থায় গাছের নিচে খালি গায়ে শুয়ে আছেন।

দৃশ্যটা মর্মান্তিক। মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা সমু চৌধুরী।

অসুস্থ অবস্থায় তাঁকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁকে পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বৃহস্পতিবার সকালে সামাজিকমাধ্যমে সমু চৌধুরীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে সেটিকে অনেকেই মনে করেন সিনেমার শুটিং। কিন্তু আসলে তা নয়, সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারে শুয়েছিলেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা-পরা অবস্থায় গাব গাছের নিচে একটি পাটিতে শুয়ে রয়েছেন তিনি!

নেটিজেনদের ধারণা, অভিনেতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

অপু বলেছেন, ‘সমু দাদাকে পাওয়া গেছে। তিনি কিছুটা অসুস্থ। আমরা গফরগাঁওয়ের পাগলা থানার সহায়তা চেয়েছি।

থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব, এরপর ঢাকায় এলে বাকি ঘটনা জানতে পারব।’

ফেসবুকের একটি পোস্টে রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের তত্ত্বাবধানে আছেন।

খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ-খবর নেওয়া হয়েছে। আপাতত আমরা তাঁকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি।

ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তাঁর পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।

সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে ব্যবস্থা করা হচ্ছে। আমরা সবাই সমুদার জন্য দোয়া করি।’

দর্শক সকলেই সমু চৌধুরীর অভিনয় দেখেছেন।নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী।

১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি।

এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *