ঢাকা: চিরবিদায় নিলেন যশোরের কৃতি সন্তান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়ার ভাড়া বাড়িতে তিনি মারা যান।

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শেখ হাসিনা।

তিনি শোক বিবৃতিতে পরলোকগত পীযূষ কান্তি ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পীযূষ কান্তি ভট্টাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

যশোরের রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য।

মৃত সুধীর কুমার ভট্টাচার্য ও মৃত ঊষা রানী ভট্টাচার্যর সাত সন্তানের প্রথম সন্তান পীযূষ কান্তি ভট্টাচার্য ১৯৪০ সালের ১ মার্চ যশোর জেলার মণিরামপুর থানার পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন।

স্বাধীনতার পর থেকে সর্বশেষ ঘোষিত যশোর জেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *