ঢাকা: বাংলাদেশে বিগত নয় মাস ধরে চলছে অসাড় রাজনীতি। অস্থির সময় দেশে। মামলার পর মামলা, ভুয়া, ষড়যন্ত্রমূলক মামলা করে জীবন অস্থির করে ফেলা হচ্ছে।

এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ জনের নামে আদালতে দায়ের করা একটি মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আদালত মামলার বাদী ও তার পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে চাইলেন এক বিএনপি নেতা।

উল্লেখযোগ্য যে, ভূঞাপুর উপজেলা আমলি আদালতে গত সোমবার মামলাটি দায়ের করা হয়েছিলো। এরপরই বিভিন্ন দিক থেকে প্রতিবাদ হতে থাকে। চাপে ফেলা হয় বিএনপিকে।

মোদ্দা কথা হলো, আওয়ামি লিগের সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে তাঁকে কারাগারে ঢুকাতে চাইছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার। এমনকি শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তবর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি।

টাঙ্গাইলের একটি আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন টাঙ্গাইল জেলার ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান। হাসিনার বিরুদ্ধে ভোট চুরি এবং ‘ডামি নির্বাচন’ করানোর অভিযোগ করে তিনি ওই মামলা করেন। কিন্তু ৪৮ ঘণ্টা যেতে না যেতেই সেই মামলা প্রত্যাহার করে নিতে চাইলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *