ঢাকা: মুহাম্মদ ইউনূসের বাহিনীর হাতে ৫ আগস্ট থেকে প্রতিনিয়ত আওয়ামী লীগ নেতাকর্মীরা গ্রেপ্তার এবং হত্যার শিকার হচ্ছেন। এরমধ্যে সভ্য দেশের সবচেয়ে নিরাপদ স্থান কারাগার তথা পুলিশি কাস্টডি, সেখানেও হত্যার শিকার হয়েছে নেতাকর্মীরা। ভুয়া মামলায় গ্রেপ্তার প্রক্রিয়া এখনো জারি হয়েছে।
এবার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদিন, শনিবার, ১০ মে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তাঁরা হলেন- চৌদ্দগ্রাম কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন (৫৪), মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার (৫৪), শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন (৩৪)।
কিন্তু কী মামলায় তাঁদের গ্রেপ্তার করা হলো তার জানানো হয়নি।
এম.পি. মন্ত্রী সহ বহু নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী। তাঁদের অধিকাংশের নামে মিথ্যা মামলা।হাজার হাজার মিথ্যা বানোয়াট মামলায় লক্ষ লক্ষ নিরীহ নেতা-কর্মীদের আসামি করে যাকে খুশি তাকে গ্রেপ্তার করে বিচারের নামে তামাশা করা হচ্ছে।