ঢাকা: শিক্ষকদের আর কোনো সম্মান নেই দেশটায়। কোনো দাবি জানিলেই পুলিশ সংঘর্ষ বাঁধায়।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ।
এর আগেও পুলিশের সাথে শিক্ষকদের সংঘর্ষ হয়। পুলিশ বর্বরভাবে হেনস্থা করে শিক্ষকদের।
আজ ফের, শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিকের শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ জানান, তাদের শতাধিক শিক্ষক আহত হয়েছেন।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় পুলিশ বাধাদান করে।
এবং আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে পুলিশ।
উল্লেখযোগ্য যে, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন অংশসহ চারটি সংগঠন এ কর্মসূচি পরিচালনা করছে।
সংগঠনগুলো হলো- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
