ঢাকা: শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গিয়ে, লাশের হিসেব জানতে গিয়ে পুলিশ সেনাবাহিনীর মার খেয়ে রক্ত ঝরাচ্ছে। শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করছে ইউনূসের চকিরদাররা। যাদের মধ্যে অধিকাংশ ঢুকেছে জামাত শিবির।
এই দেশে সত্যের পথে প্রতিবাদ অন্যায়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগসহ বেশকিছু দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে ক্ষোভে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে লাঠিচার্জ করেন আইন-শৃঙ্খলা বাহিনী।
আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাথা ফেটে রক্ত পড়ছে শিক্ষার্থীদের ।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) তিনটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তাদের একটি অংশ সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে।
ন্যায্য কথা জানার অধিকার কেড়ে নিয়েছে ইউনূস সরকার।
শিক্ষার্থীরা জানায়, মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরও পরীক্ষা স্থগিত করতে টালবাহানা করা হয়েছ।
শিক্ষার্থীরা সকালে শুনে যে পরীক্ষা হচ্ছে না। এতবড় ঘটনার পর সিদ্ধান্ত নিতে এত দেরি কেন?
এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। আমরা তাদের পদত্যাগের দাবিতে এখানে জড়ো হয়েছি।
সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিতে থাকেন।
সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে ভোর রাত পৌনে তিনটার দিকে।
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য জানান।
এরপর মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা স্থগিতের তথ্য জানায়।
শিক্ষার্থীরা বলছেন, যখন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় প্রতিবাদ হয়, তখন রাত ৩টার দিতে তারা ঘোষণা দেন—আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। আমাদের কথা হলো, তারা সিদ্ধান্তটা আগে নিলেন না কেন। কোন হিসেবে রাত ৩টার দিকে সেটা জানালেন?