কক্সবাজার: যত দিন ধর্ষণের বিচার আর খুনের সঠিক বিচার হবে না,ততদিন এই সব কর্মকাণ্ড চলবেই,যদি সঠিক বিচার হতো প্রকাশ্যে কয়েকটা তাহলে আর কেউ এই সব অন্যায় করার সুযোগ পেতো না!

পুলিশের বাড়িতে ডাকাতি, পুলিশের স্ত্রীকে ধর্ষণ, কাঠগড়া থেকে আসামি পালানো এগুলো ঘটনা একের পর এক ঘটছে।

দেশে বিচার নেই, আইন নেই। বিচারকদের একরাতে বদলি করে দেয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত, বদলি করে জামাত শিবির ঢোকানো হচ্ছে ১২০ টাকায়, সেই দেশে পুলিশের স্ত্রী ধর্ষণ হওয়া কোনো বড় ব্যাপার না।

পুলিশ আইন, বিচার, আদালত বলে কোনো কিছু আছে নাকি স্বৈরাচারী ইউনূস আমলে? সব তো জঙ্গী সহচরদের নিয়ে গিলে খেয়ে ফেলেছেন তিনি! যা বাকি আছে এগুলো বিক্রি করে পেট ফুলানোর লক্ষ্যে আছেন।

কক্সবাজারের চকরিয়ায় স্বয়ং পুলিশের স্ত্রীকে ধর্ষণ করে গেল ধর্ষক! অনায়াসে সব কাজ করে চলে গেলো! না আছে পুলিশের ভয়, না আছে আইনের ভয়!

গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনেস্টবলের স্ত্রীকে ’ধর্ষণ’ করেছে চোর।

সোমবার রাতের ওই ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

চকরিয়া পৌরসভায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের মামলার এজাহারের বরাতে তিনি বলেন, রাত আনুমানিক ৩টার দিকে এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট।

ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয় দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

“এসময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। ওই যুবক চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে।”

ঐ ধর্ষককে এখনো ধরতে পারেনি পুলিশ!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *