চট্টগ্রাম: এইতো আইনশৃঙ্খলা পরিস্থিতির নমুনা দেশে! ৫ আগস্ট তো বটেই, এখনো পুলিশ সদস্যের লাশ উদ্ধার হচ্ছে!

চট্টগ্রামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম নাঈম বিশ্বাস।

সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯-এ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় আত্মহত্যা করেছেন নাঈম।

তবে এটিও বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।

এর আগেও গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এই মৃত্যুগুলো মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *