সিলেট: মুখে মুখে কত বুলি! অথচ দেশ সেই রসাতলেই।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নারীদের সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় অধিষ্ঠিত করার প্রয়োজন।
আরেকদিকে মিথ্যাবাদী মুখে মুখে বুলি আওড়ানো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অপরাধের বিরুদ্ধে চিরুণী তল্লাশি হবে।
কোথায় চিরুণী? কোথায় তল্লাশি?
নারী নির্যাতন, অপরাধ হয়েই চলেছে দেশে।
গর্ভবতী স্ত্রীকে জ্বালিয়ে দিলো স্বামী। সিলেটের কানাইঘাট উপজেলায় ‘পারিবারিক কলহের জেরে’ নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। শনিবারের ঘটনা এটি।
কত যন্ত্রণা, একজন ভুক্তভোগীই জানে।
ঘটনার একদিন পর রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই নারী মৃত সন্তান প্রসব করেন বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।
খুনী স্বামীকে আটক করা হয়েছে, তাঁর নাম হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪০)।
দগ্ধ সাবানা বেগম (২২)। তিনি ওসমানী হাসপাতালের চিকিৎসাধীন আছেন। তাঁর শরীরের ৩৫% দগ্ধ হয়েছে।