ঢাকা: বাজারে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর শাক সবজি, মাছ মাংস কেনা। এই মানুষগুলো কী খেয়ে বাঁচবে ধারণা আছে অন্তর্বর্তী সরকারের?
বাজারে একটা জিনিসে হাত দেয়া যাচ্ছে না, সব জিনিসের দামে আগুন লেগেছে।
জানলে আশ্চর্য হবেন, রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা নাজিম হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাজে আগারগাঁওয়ে যাচ্ছিলেন।
পথে জাপান গার্ডেন সিটির সামনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক দেখেই দাঁড়িয়ে পড়েন। লজ্জা লাগলেও দাঁড়াতে হবে।
প্রায় সোয়া এক ঘণ্টা দাঁড়িয়ে ট্রাকটি থেকে ৪৫০ টাকায় সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি কেনেন তিনি।
আর এই পরিমাণ পণ্য যদি তিনি বাজার থেকে কিনতেন তাহলে তাঁর আরও ১৬০–১৮০ টাকা লাগত।
বাজারে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ সামগ্রীর দাম বেশ চড়া। দেড় মাস ধরে সব ধরনের সবজি, মাছ, ফার্মের মুরগি ও ডিম আগের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে।
এর কিছুদিন আগেই বেড়েছিল চালের দাম। আর সর্বশেষ ১৫–২০ দিনের মধ্যে আটা, ময়দা, মসুর ডালের দাম বেড়েছে।
ইউনুস-খলিলের অবৈধ শাসনে জাতির মর্যাদা হারিয়ে গেছে আজ টিসিবির ট্রাকের লাইনে। কী করবে জনগণ? কান্না করছে মানুষ!
সুদী মহাজন ইউনুস আজকের বাংলাদেশকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছেন যেখানে মানুষ মৌলিক মর্যাদাটুকু পাচ্ছে না।
এখন এমন দেখা যাচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য মানুষ হাহাকার করছে।
রাজধানীর মোহাম্মদপুরে বা লালমাটিয়ায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে লজ্জা, অসহায়তা আর ক্ষুধার ছাপ স্পষ্ট।
তারা দিনমজুর নন, তারা গরিবও নন। এদের অনেকেই মধ্যবিত্ত, অফিসকর্মী, শিক্ষক কিংবা ছোট ব্যবসায়ী। অথচ আজ তারা বাধ্য হচ্ছেন ট্রাকের পেছনে দাঁড়িয়ে এক ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করতে। কারণ বাজারের দামে তাদের আয় আর টিকছে না।
তাদের তো আয় বাড়ে না, তো বাজারে জিনিসের দাম যদি এইভাবে বাড়তে থাকে, মানুষ কী করবে?
বেগুন, ঢ্যাঁড়স, কচুর লতি, এমনকি ডিম আর মুরগি খাওয়া এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
সরকারি কমিশনের রিপোর্ট বলছে, কয়েক মাসে সবজির দাম ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডিম ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০, সোনালি ৩২০।
মাছ কিনতে গেলে ৩০০ টাকার নীচে নামাই যায় না।
আটা, ময়দা, ডাল এগুলো ছিলো গরিব মানুষের শেষ আশ্রয়—সেগুলোর দামও হু হু করে আকাশ ছুঁয়েছে ।
অথচ ইউনূস নির্বিকার! সাধারণ মানুষ যখন বাজারে যায়, তাদের চোখেমুখে একটাই প্রশ্ন: এভাবে আর কতদিন চলবো আমরা?
দেশের মানুষ খেতে পাচ্ছে কিনা, চলতে পারছে কিনা, কাজ আছে কিনা এইসব দেখার কোনো দায় নেই ইউনূসের!?
এরা শুধু ক্ষমতার লোভে পড়ে আছে! আর দেশকে চাঙ্গে উঠিয়েছে। মারপিট, দাঙ্গা, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই জঙ্গী।