চট্টগ্রাম: বুলডোজার দিয়ে মন্দির ভাঙ্গায় ভিন্নমাত্রা পেয়েছে মবক্রেসি। মবের সরকার চলছে বাংলাদেশে। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের যেভাবে নির্যাতন হচ্ছে তাতে যে কয় শতাংশ হিন্দু আছে, তাঁদের প্রাণপাখি উড়ে গিয়েছে।
দেশের জায়গায় জায়গায় প্রতিবাদ চলছে। কিন্তু ইউনূস ঘুমন্ত। কোনো সাড়াশব্দ নেই।
লালমনির হাটে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে পিতা পুত্রকে নির্যাতন ও গ্রেপ্তার এবং রাষ্ট্রীয় ভাবে ঢাকার খিলক্ষেত দূর্গা মন্দির উচ্ছেদ সহ দেশের নানা প্রান্তে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত নির্যাতনের প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যােগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও চট্টগ্রাম মহানগর শাখার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ , সভাপতিত্ব করেন ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও থানা পর্যায়ের নেএীবৃন্দ এবং ঐক্য পরিষদের মহানগর ও থানার নেএীবৃন্দ বক্তব্য প্রদান করেন।