ঢাকা: সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় এর কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে গতকাল বুধবার ঘোষণা করেছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

উল্লেখযোগ্য যে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়।

এরপর থেকেই ক্ষোভ দেখা যায় কর্মচারীদের মধ্যে। এই অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ বলে আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাঁরা বিরোধ করেন।

আর এই আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার।

এ অধ্যাদেশ বাতিল করার দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।

তবে ঈদের আগে তাঁদের দাবি মানতে হবে এমনটাই জানানো হয়েছে। আন্দোলনরত ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ঈদের আগেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করার পর এই আহ্বান জানিয়েছেন ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর।

তিনি বলেন, “সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। দাবি পূরণ হলে কর্মচারীরা সুন্দর পরিবেশে দায়িত্ব পালন করবে।”

বাদিউল কবীর আরো বলেন, “প্রধান উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করার কারণে বিষয়টি নিষ্পত্তির জন্য অপেক্ষমান। সে কারণে মাঝে একদিন কর্মসূচি থেকে বিরত ছিলাম।

“সিনিয়র সচিবদের অনুরোধে কঠোর কর্মসূচি থেকে সরে এসে এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। আজ সেটি কর্মচারীরা পালন করেছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *