চট্টগ্রাম: চট্টগ্রামে র্যাবের কার্যালয় থেকে এক র্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর কক্ষে আরো দুটো জিনিস পাওয়া গেছে। একটি আগ্নেয়াস্ত্র এবং চিরকুট পাওয়া গেছে।
এদিন, বুধবার, ৭ মে দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প থেকে ঐ লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত কর্মকর্তার নাম পলাশ সাহা, বয়স ৩৭। নিহত এই র্যাব কর্মকর্তা ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন।
মৃত সুমন সাহার বাড়ি গোপালগঞ্জে। যে চিরকুটটি পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য নিজেকে ছাড়া আর কাউকে দায়ী করেননি পলাশ সাহা। তবে দেশের প্রেক্ষাপটে ঘটনাটি সন্দেহের উদ্রেক করছে। তাঁর কক্ষ থেকে উদ্ধার করা চিরকুঠে লেখা আছে, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী, কাউকে ভালো রাখতে পারলাম না।”
সেখানে আরো লিখেছেন, “বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”
পুলিশের কথা অনুযায়ী , পারিবারিক কলহের জন্যেই মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন পলাশ সাহা।ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজের মর্গে পাঠানো হয়েছে।