সিরাজগঞ্জ: শিক্ষার্থীদের দাবি মানতে চায় না কেউ। অথচ তাদের ঠিক ব্যবহার করে নেয়া হয় সময়ে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে সেতুর পশ্চিম প্রান্তে অবস্থান নেন তাঁরা।
তবে অবরোধের ফলে স্বাভাবিকভাবেই সেতুর দুই পাড়ে যানবাহন আটকে পড়ে। যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এক ঘণ্টা অবরোধের পর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। ইন্টেরিম কী করছে?
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি।
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সেখানে নিয়মিতভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে।
কিন্তু আমাদের বাস্তবতা এতটাই করুণ যে, ক্লাস করার মতো মাথার ওপর ছাদ পর্যন্ত নেই।
নেই নিরাপত্তা ব্যবস্থা, নেই স্থায়ী লাইব্রেরি, ক্যান্টিন কিংবা আবাসনের ব্যবস্থা — এমন কোনো মৌলিক অবকাঠামো নেই যা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অপরিহার্য’।