ঢাকা: এই তো সংস্কারের বাংলাদেশ! ধর্ষণের বাংলাদেশ যেখানে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়!
গাজীপুরে বাবা-মেয়ে একসঙ্গে আত্মীয় বাড়িতে যাওয়ার পথে রাস্তায় বাবার সামনেই মেয়ে ধর্ষণের শিকার! অনিরাপদ বাংলাদেশ! ছিঃ ইউনুসের ধর্ষণের রাজ্যে। আপনারা কেমন বোধ করছেন? কী অদ্ভুত!
যারা জুলাই জুলাই করে মুখে ফেনা তুলে ফেলেন, যারা জুলাই ছাড়া চোখে আর বছরের কোনো মাস চোখে দেখেন না, তাঁরা একটু চোখ, মন খুলে দেখুন দেশটাকে!
২০২৪ সালের আগে এমন কয়টা নজির দেখাতে পারবেন পিতার সামনে মেয়ে ধর্ষিত হয়েছে এই মহাজন ইউনুস সরকারের আমলের মতো?
আজ পর্যন্ত জুলাই যোদ্ধাদের দল এনসিপি, ইসলামী দলগুলো ধর্ষণের বিরুদ্ধে একটা বিবৃতি এবং প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করেছে? করবে না ওরা।
আট মাসে ২,৬১৬ খুন, ১৫ হাজার নারী-শিশু নির্যাতিত,অবৈধ ইউনুস সরকারের ভয়াল অপরাধচিত্র প্রকাশ পেয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করে অবৈধ ইউনুস শাসন দেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তা শুধু রাজনৈতিক সংকট নয়, বরং এক ভয়ংকর মানবিক বিপর্যয়। ক্ষমতা দখলের মাত্র আট মাসেই দেশের মানুষকে আতঙ্ক, হত্যাযজ্ঞ ও নির্যাতনের নরকে ঠেলে দেওয়া হয়েছে।
এত অপরাধ , অথচ ন্যায়বিচারের কোনো চিহ্ন নেই। রাষ্ট্রীয় বাহিনী ও মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে সাধারণ মানুষ আজ সবচেয়ে বেশি অসহায়। কারও রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেই গায়েবি মামলা, খুন কিংবা নির্যাতনের শিকার হতে হচ্ছে।
আট মাসে ১৫ হাজার নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিদিন যেভাবে গণধর্ষণ, যৌন হয়রানি ও অমানবিক নির্যাতনের খবর বের হচ্ছে, তা প্রমাণ করে রাষ্ট্রই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।