কুমিল্লা: নারী, শিশু ধর্ষণ ক্রমাগত বাড়ছে বাংলাদেশে। সরকারের ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২১ টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন।

আবার, ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ৫৭ জনের মধ্যে ১৬ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিন জন কিশোরী ও ১৪ জন নারী, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন দুই জন নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৯টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৩৬টি ঘটনা ঘটেছে এই মাসে।

এদিকে সারা দেশের সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পরিমাণ বাড়ছে কুমিল্লায়। এগুলোতে মার্চে জেলায় ৩৮টি মামলা, এপ্রিলে হয়েছে ৫১টি। আর ফেব্রুয়ারিতে এ আইনে মামলা হয়েছিল ৩১টি।

সোমবার কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *