রাঙামাটি: প্রকৃতির কী অপূর্ব দান। আমাদের প্রতিদিন অবাক হতে হয় এর অপরূপ সৌন্দর্য দেখে।

রাঙামাটির বরকলের পাহাড়ে দেখা মিলল দুর্লভ গোলাপি হাতির এক অভূতপূর্ব ঝাঁক!

হাতিগুলো মায়ায় ভরা। ঢুলে ঢুলে যাচ্ছে । দুর্লভ গোলাপি হাতির একটি দল নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে সবুজ পাহাড়ের বুক চিরে। নিশ্চিন্ত তাদের চলাফেরা।

দুর্গম পাহাড়ি এলাকা বরকল উপজেলায় কাপ্তাই লেকে ১৩ জুন এই গোলাপি হাতির ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা ও ইআরটি সদস্য (এলিফ্যান্ড রেসপন্স টিম) মো. জাহাঙ্গীর।

দলটিতে মোট আটটি হাতি আছে। এর মধ্যে পাঁচটি পূর্ণ বয়সী, একটি কিশোর, দুটি শাবক। সবচেয়ে ছোট শাবকটি হচ্ছে ‘গোলাপি রংয়ের’।

বন্যপ্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বলছেন,

সম্প্রতি রাঙামাটি এলাকায় একটি হাতির বাচ্চা দেখা গেছে। হয়তো এই বছরেই জন্ম নিয়েছে বাচ্চাটি।

হাতির রং গোলাপি কেন হয়?

তিনি বলছেন, চামড়ায় যে রঞ্জক পদার্থ থাকা দরকার যদি সেটি স্বাভাবিক না হয়, তখন অনেক সময় ফ্যাকাশে বা গোলাপি রংয়ের হয়। এই বাচ্চাটিও তেমনি ।

গোলাপি হাতি এক অতি দুর্লভ প্রাণী, যাদের দেখা পাওয়া যায় না।

এমন চিত্র প্রকৃতিপ্রেমীদের জন্য তো অবশ্যই বিস্ময়ের, তেমনি বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিতদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

এই প্রাণীগুলোকে সংরক্ষণ করার জন্য প্রকৃতি, বনাঞ্চল রক্ষা করা দরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *