বরগুনা: গিয়েছিলেন শেখ হাসিনার দেশত্যাগের আনন্দ করতে। ফিরলেন বিষাদ হয়ে।
জঙ্গী উত্থানের এক বছর পূর্তি হয়েছে ৫ আগস্ট। বরগুনার আমতলীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি থেকে ফেরার পথে বাসচাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার প্রাণ গেছে।
নিহত রেজাউল করিম ইসলামী আন্দোলনের আমতলীর গুলিশাখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক।
তিনি আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার তথ্য ও যোগাযোগ বিষয়ের প্রভাষক ছিলেন।
মুক্তিযুদ্ধবিরোধী সকলেই যান আনন্দ উপভোগ করতে। তিনিও গিয়েছিলেন।
আমতলী ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী বাইজিদ বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলের মিছিল-সমাবেশের কর্মসূচি ছিল। বিকালে সেই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
সন্ধ্যার আগে কর্মসূচি শেষ হয়। মোটরসাইকেলে করে রেজাউল বাড়ি ফিরছিলেন।
পথে কুয়াকাটাগামী ছন্দা পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাঁর সঙ্গী আব্দুল হক মল্লিক আহত হন।