ঢাকা: বাংলাদেশের অর্থনীতির ভয়াবহ অবস্থা গত ১১ মাসে। আয় কমছে তো কমছেই। বাড়ছে ঋণের বোঝা। দরিদ্র্য আরো দরিদ্র্য হচ্ছে।

অর্থনীতি সংকট, রাজস্ব ঘাটতি, সরকারি ঋণ, সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি তলানিতে।

মুহাম্মদ ইউনুস এর সংস্কার এর মাধ্যমে দেশ ধ্বংসের কার্যক্রম দৃশ্যমান এবং দ্রুত গতিতে চলমান রয়েছে। বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে অন্তর্বর্তী সরকার।

একদম দমকে গেছে দেশের অভ্যন্তরীণ আয়। এতে টান পড়েছে সরকারের কোষাগারে। কাঙ্ক্ষিত আয় না হওয়ায় অর্থবছরের প্রথম ১১ মাসে ঘাটতি মারাত্মক।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ভ্যাট ও কাস্টমস খাতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা।

এবং সংশ্লিষ্ট সময়ে এই দুটি খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার ৮৩.১০ শতাংশ অর্জন করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা গত বছরের তুলনায় ৬ শতাংশ প্রবৃদ্ধি।

বৃহস্পতিবার, ১৯ জুন এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আদায় অগ্রগতি পর্যালোচনা সভায় জানানো হয়,

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ কোটি ৪৫ লাখ টাকা। এর বিপরীতে এখন পর্যন্ত আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি ২৬ লাখ টাকা।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, অর্থবছরের শেষ সময়টাতে লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব রাজস্ব আদায় নিশ্চিত করা।

বলেন, রাজস্ব আহরণ বাড়ানো মানেই দেশের ঋণভার কমানো।

বকেয়া আদায়ের ওপর বিশেষ নজর দিতে বলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *