চট্টগ্রাম: আবারো সড়ক দুর্ঘটনা চট্টগ্রামে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও চার জন। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তাঁর মেয়ে মুসকান (৩)।

জানা গিয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানকে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এই ঘটনায় বাবা ও মেয়ে নিহত হন। বেপরোয়া ড্রাইভিংয়ে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। যারা আহত হয়েছেন তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *