ঢাকা: বাংলাদেশ আজ পরিণত হয়েছে ডাকাতদের স্বর্গে। এর কারণ রাষ্ট্রের আসনে বসে আছে ফ্যাসিস্ট ইউনুস সরকার!
এরা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং অরাজকতা ছড়িয়ে দেশের প্রতিটি সড়ক, প্রতিটি ঘরকে পরিণত করেছে লুটপাটের মাঠে।
যে যেভাবে পারছে সেভাবে চলছে, আইনে কারো ভয় নেই। ভয় থাকবেও কিভাবে? আইন বলে কি কিছু আছে এই দেশে? সব তো দুমড়ে মুচড়ে মুড়ির ঠোঙা বানিয়ে ফেলেছেন ইউনূস।
সেতুতে ডাকাতি, মহাসড়কে ছিনতাই, গ্রামে-গঞ্জে চুরি—এটাই আজকের বাংলাদেশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে চলছে ডাকাতির ঘটনা।
শুক্রবার মধ্যরাতে সংঘটিত এই ঘটনায় গাড়ির চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি জানাচ্ছেন, বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে তাদের গাড়ি কড্ডার মোড়ে পৌঁছালে সামনে একটি প্রাইভেটকারে ডাকাতির দৃশ্য দেখা যায়।
তিনি বলেন, “২০-৩০ বছর বয়সী ৮-১০ জন যুবক সরাসরি এসে প্রাইভেটকারটির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায়। তাদের গায়ে কোনো পোশাক ছিল না, হাঁটু পর্যন্ত লুঙ্গি পরিহিত ছিল এবং প্রত্যেকের হাতে ধারালো রামদা ছিল। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।”
ডাকাতির ঘটনায় আহত হন যাত্রীরা। তবে পুলিশের কোনো হেলদোল নেই এইসব ঘটনায়।
