রাজশাহী: একটা সুন্দর, নির্মীয়মাণ দেশকে একদম নরক বানিয়ে ফেলেছে ইউনূস আর তার সঙ্গীরা মিলে। জামাত, শিবির, এনসিপি, বিএনপি জঙ্গীরা সাজানো গোছানো দেশে এখন জঙ্গী চাষ করছে।
ডাকসু, রাকসু নির্বাচন নিয়ে এখন এদের নাচানাচি চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মাত্র নয় ঘণ্টা আগে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, এই দিন দুর্গাপূজার সঙ্গে মিলে যাওয়ায় তা পরিবর্তন করা হয়।
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর কথা বিবেচনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।