ঢাকা: ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদের মহিষ আচমকা দড়ি ছিঁড়ে দৌড়ে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরার সাব্রুমে পালিয়ে যায়।
মহিষটির দাম পৌনে দুই লাখ টাকা। বিশালাকার ছিলো মহিষটি। ঈদের দিন এই পরিস্থিতিতে খাগড়াছড়ির রামগড়ের ব্যবসায়ি মো. নাজিম উদ্দিনের পরিবারের মন বিষাদে ভরে যায়।
কিন্তু বিএসএফ এর সহায়তায় মহিষটি উদ্ধার করা গেছে এবং ভারত ফিরিয়ে দিয়েছে মহিষটি।
ভুক্তভোগী পরিবারটি ভারতে পালানো মহিষটি ফিরে পেতে সহায়তার অনুরোধ জানান রামগড়স্থ ৪৩ বিজিবির বাগানবাজার বিওপির কমান্ডারের কাছে।
বিওপি কমান্ডার এটি অবহিত করেন ব্যাটালিয়ন অধিনায়ককে। অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আহসান উল ইসলাম দ্রুত মহিষটি ভারত থেকে ফিরিয়ে আনতে সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
দুই দেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়।
বিএসএফ দেরি করেনি। ১১৪ ব্যাটালিয়নের বিএসএফ শুরু করে দেয় দ্রুত মহিষটি উদ্ধার অভিযান।
তবে অনেক রাত হয়ে যাওয়ায় শনিবার মহিষটিকে ধরা সম্ভব হয়নি। তবে রবিবার সকাল থেকে ফের চেষ্টা চালায় বিএসএফ।
ভারতের জনগণ এবং বিএসএফের তৎপরতায় রবিবার সকাল ১১ টার দিকে মহিষটি ফেনীনদী পার হয়ে আবার বাংলাদেশ ফিরে আসে।
পরে বিজিবি সদস্যদের প্রচেষ্টায় মহিষটিকে আটক করা সম্ভব হয়। মহিষটিকে তার মালিকের হাতে বুঝিয়ে দেয়া হয়।