ঢাকা: একের পর এক ষড়যন্ত্র এই অবৈধ সরকারের। এদের অভিসন্ধি বোঝার বাকি আছে এখনো?

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজনকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অপর দুই আসামি হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনিসুল, সালমানসহ চারজনকে আজ আদালতে হাজির করা হয়।

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত এই আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আনিসুল বলেছিলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুরে পারমাণবিক চুল্লিসহ এ রকম শত শত উন্নয়ন কর্মকাণ্ড করে সারা বিশ্বের কাছে শেখ হাসিনা প্রশংসিত। এসব দেখে বিএনপির সহ্য হচ্ছে না। শেখ হাসিনা জেলে বসেই বাংলাদেশের উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন।

অথচ আজ সেই বাংলাদেশ খেয়ে ফেলেছে ইউনূস। সেই বাংলাদেশে স্বয়ং আইনমন্ত্রী নিজেই জেলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *